খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির প্রার্থীর প্রচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ

হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2023, 01:06 PM
Updated : 30 Dec 2023, 01:06 PM

খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনি প্রচারের সময় তৃণমূল বিএনপির প্রার্থীর সমর্থকদের মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার বিকালে অনুষ্ঠিত মিছিলে দলটির প্রার্থী উশৈপ্রু মারমা ও তার সমর্থকেরা অংশ নেন।

এসময় হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

শুক্রবার উঠানবৈঠক করার সময় পানছড়ির দুধকছড়া এলাকা তৃণমূল বিএনপির কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়। এসময় গাড়িও ভাঙচুর হয়।

ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন উশৈপ্রু মারমা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

খাগড়াছড়ির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে ২৯৮ নম্বর আসনটি গঠিত। এখানে আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফা এবং তৃণমূল বিএনপির উশৈপ্রু মারমা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন:

Also Read: খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির প্রচারে হামলা-ভাঙচুর