নড়াইলে প্রথম স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড ছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2022, 01:42 PM
Updated : 14 Nov 2022, 01:42 PM

নড়াইলের লোহাগড়ায় প্রথম স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি এমদাদুল হক ইমদাদ জানান।

মৃত্যুদণ্ড ছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত হেদায়েত শেখ (৫৫) লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামের প্রয়াত গোলাম রব্বানীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।

খালাসপ্রাপ্তরা হলেন, খলিল শেখ এবং আঞ্জুয়ারা বেগম। 

মামলার নথি থেকে পিপি এমদাদুল হক জানান, প্রথম স্ত্রী থাকার পরও দ্বিতীয় বিয়ে করেন হেদায়েত শেখ। বিয়ের পর দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগম প্রায়ই হেদায়েতের প্রথম স্ত্রী মমতাজকে খুন করে গুম করার হুমকি দিতেন।

২০১২ সালের ৩ ফ্রেরুয়ারি রাতের খাবার খেয়ে মমতাজ বেগম ও তার ছেলে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ছেলে তার মাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় বাবার লুঙ্গিতে রক্ত দেখে কারণ জানতে চায় রবিউল।

তখন হেদায়েত শেখ জানান, সকালে তিনি একটি গরু জবাই করতে গেলে লুঙ্গিতে রক্ত লাগে। এরপর হেদায়েত শেখ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।

পরে ছেলে রবিউল ও স্বজনরা একটি গ্রামের একটি বিলে মমতাজ বেগমের লাশ পান।

এ ঘটনায় রবিউল বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। 

আদালতের পিপি জানান, দীর্ঘ শুনানিতে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।