ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে উঠেন ইমতিয়াজ গালিব রিদম। বিকালের দিকে সে তার রুমের দরজা আটকে দেয়।
Published : 31 Jan 2024, 01:06 PM
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাসে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নটরডেম কলেজের নাবিল ছাত্রাবাসে শিক্ষার্থীর নিজের কক্ষে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন।
ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামে নটরডেম কলেজের ওই শিক্ষার্থী পাবনা জেলার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
সহপাঠীদের বরাতে ওসি বলেন, ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে উঠেন ইমতিয়াজ গালিব রিদম। বিকালের দিকে সে তার রুমের দরজা আটকে দেয়। বেশ কিছুক্ষণ পরেও দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করে।
তবে, কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে তারা। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর পরিবারের বরাতে ওসি আরও বলেন, বাড়িতে একটি মেয়ের সঙ্গে রিদমের প্রেমের সম্পর্ক ছিল। সে সম্পর্ক ভেঙে যাওয়ায় রিদম এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।