নেত্রকোণায় আলাদা সড়কে তিনজন নিহত, আহত ২

দুটি ঘটনায় থানায় আইনগত ব্যব্স্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2023, 08:22 AM
Updated : 24 April 2023, 08:22 AM

নেত্রকোণা সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও দুই নারী আহত হন।    

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে সদর উপজেলার কান্দুলিয়ায় এবং রোববার রাতে নেত্রকোণা-মদন সড়কের মৌজেবালি এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

কান্দুলিয়ায় নিহত দুজন হচ্ছেন, সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমনী চন্দ্র সরকারের ছেলে রমেশ চন্দ্র সরকার (৪০) ও বারহাট্টা  উপজেলার মনাস গ্রামের তুলশী দাসের ছেলে হারাধন দাস (৪০)।

অপরদিকে, মৌজেবালিতে নিহত হয়েছেন ধারিয়া গ্রামের আরজ আলীর স্ত্রী রাজতু বেগম (৬০)।

স্থানীয়দের বরাতে নেত্রকোণা মডেল থানার এসআই আল-আমিন  জানান, সোমবার সকালে ঠাকুরাকোণা থেকে যাত্রিবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা কান্দুলিয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে মোহনগঞ্জগামী একটি মাছ ভরতি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলে মারা যান। আহত এক নারীসহ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে আরেকজনের মৃত্যু হয়।

কাভার্ডভ্যাসসহ এর চালক মো. শিপন মিয়াকে (৪০) থানায় আনা হয়েছে বলে জানান এসআই আল-আমিন।

অপরদিকে, সদর থানার ওসি মো. লুৎফুল হক জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোণা-মদন সড়কে মৌজেবালি এলাকায় হেঁটে বাড়ি যাওয়ার পথে রাজতু বেগমকে একটি মোটরসাইকেল পেছন চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান তিনি।

দুটি ঘটনার বিষয়ে থানায় আইনগত ব্যব্স্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।