অস্ত্র মামলায় ঝিনাইদহ জামায়াত আমিরের ১৭ বছর সাজা

আসামির বাড়ির রান্নাঘর থেকে একটি দেশীয় এলজি শটগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2024, 02:06 PM
Updated : 27 Feb 2024, 02:06 PM

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির তাজুল ইসলামকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান।

দণ্ডিত তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার শামসুদ্দিন মণ্ডলের ছেলে। 

মামলার বরাতে ইসমাইল হোসেন বলেন, ২০১৭ সালের ২৬ নভেম্বর আসামি তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার নিজ বাড়িতে দলীয় লোকজনদের নিয়ে আইনশৃঙ্খলা অবনতিমূলক কার্যক্রমের পরিকল্পনা করছে বলে গোপন খবর পায় পুলিশ।

পরে তার বাড়িতে অভিযান চালানো হলে দলীয় অন্য লোকজন পালিয়ে যায়; তাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর তাজুলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির রান্নাঘর থেকে একটি দেশীয় এলজি শটগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। 

তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৬ ডিসেম্বর তাজুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অস্ত্র আইনের দুটি ধারায় ১০ ও ৭ বছর করে আসামিকে এ সাজা দিলো আদালত।