উখিয়ায় চাচাতো ভাইকে হত্যায় মামলা, গ্রেপ্তার যুবক

র‌্যাব জানায়, নিহতের বাবা বাদী হয়ে সালামতের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2024, 01:10 PM
Updated : 28 Feb 2024, 01:10 PM

কক্সবাজারের উখিয়া উপজেলায় চাচাতো ভাইকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম।

গ্রেপ্তার সালামত উল্লাহ (৩৮) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকার বাসিন্দা।তার বিরুদ্ধে আপন চাচাতো ভাই সৈয়দ করিমকে হত্যার অভিযোগ উঠেছে।

কোম্পানি কমান্ডার মেজর সাইফুল বলেন, “মঙ্গলবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের পাহাড়ি এলাকা থেকে সালামতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়েছে।”

তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেঁতুলতলা গ্রামে সৈয়দ করিমকে ছুরিকাঘাতে হত্যা করে আপন চাচাতো ভাই সালামত উল্লাহ। স্ত্রীর পরকীয়া সন্দেহে ও পারিবারিক বিরোধের জেরে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। 

এ ঘটনায় নিহত সৈয়দ করিমের বাবা আবুল কাশেম বাদী হয়ে সালামতের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তার সালামতকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।