ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
Published : 25 Mar 2024, 01:27 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি কিন্ডার গার্ডেন স্কুলসহ আটটি দোকান আগুন লেগে পুড়ে গেছে।
রোববার রাত ৩টার দিকে উপজেলার পার নারায়ণপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে পাংশা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, রাতে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“ততক্ষণে আটটি দোকানসহ একটি কিন্ডার গার্ডেন স্কুল পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলতে পারছি না।”
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।