রূপগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2024, 12:52 PM
Updated : 13 March 2024, 12:52 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ফার্নিচার মার্কেটে লাগা আগুনে অন্তত নয়টি দোকান পুড়ে গেছে; তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা রবিউল হাসান।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিউল হাসান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি লেপ-তোষকের দোকানে আগুন লাগে; পরে তা ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত নয়টি দোকান পুড়ে গেছে।

সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় হাজী সাত্তার টাওয়ার নামে একটি বাণিজ্যিক ভবনের পাতাল মেঝেতে আগুনের ঘটনা ঘটে। ভবনটিতে অন্তত পাঁচটি বেসরকারি ব্যাংক এবং একটি সুতার গুদাম রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, “গ্রাউন্ড ফ্লোরের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত। তবে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করায় আগুন ছড়াতে পারেনি। আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল।”

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।