দর্শনায় ৬০০ গ্রাম সোনাসহ দুই ভারতীয় আটক

ভারতীয় পাসপোর্টধারী এ দুই ব্যক্তি গত সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2022, 12:29 PM
Updated : 8 Dec 2022, 12:29 PM

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর থেকে ৬২১ গ্রাম সোনাসহ দুই ভারতীয়কে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। 

বুধবার সকালে শুল্ক গোয়েন্দাদের একটি দল ভারতীয় পাসপোর্টধারী এই দুই ব্যক্তিকে আটক করেন বলে শুল্ক গোয়েন্দা বেনাপোল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান। 

আটক হয়েছেন কলকাতার জোড়াবাগান থানার দেবেন্দ্র রোডের চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও পিকনিক গার্ডেন রোডের রামশ্রীর ছেলে রাজেশ কুমার (৪২)। 

আব্দুর রহিম সাংবাদিকদের জানান, সোনাগুলো ঢাকা থেকে নিয়ে দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভোর থেকে দর্শনা বন্দরে অবস্থান করছিল শুল্ক গোয়েন্দা বেনাপোল সার্কেলের একটি টিম। বেলা ১১টায় তাদের আটক করা হয়। 

“পরে তাদের দুজনের জুতার মধ্য থেকে বড়-ছোট ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৬২১ গ্রাম এবং মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।”   

আব্দুর রহিম আরও জানান, আটক দুই ব্যক্তি গত সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছিলেন। উদ্ধার করা সোনাগুলো কাস্টমস-এ জমা করা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় ফৌজদারি মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।