চুয়াডাঙ্গায় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবি

“যেসব চালক ৩০ বছর আগে লাইসেন্স পেয়েছিলেন তাদের অনেকের জন্মতারিখের সঙ্গে এনআইডির মিল নেই।”

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 08:11 AM
Updated : 20 May 2023, 08:11 AM

জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সঙ্গে মিল রেখে ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন পাঁচ জেলার চালক ও শ্রমিকরা।

শনিবার সকালে শহীদ হাসান চত্বরে এ মানববন্ধনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরার চালক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল ভোটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখ সংশোধন, নবায়নের টাকা দ্রুত জমা নেওয়ার ব্যবস্থা, নন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে পূর্বের জমা করা টাকা কার্যকর করা, ড্রাইভিং লাইসেন্সের নথিভুক্ত এবং ছাড়পত্রের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

জন্মতারিখ সংশোধন প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারুল ইসলাম বলেন, “৩০ বছর আগে চালক হিসেবে যারা লাইসেন্স পেয়েছিলেন তাদের অনেকের জন্মতারিখের সঙ্গে এনআইডির মিল নেই। কেননা তখন জাতীয় পরিচয়পত্র ছিল না।

“এ কারণেই আগের লাইসেন্সের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্মতারিখের গরমিল রয়েছে। তাই জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ অনুযায়ী এসব লাইসেন্স নবায়ন করতে হবে।”

দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বড় আন্দোলনে ঘোষণা দেওয়া হবে বলে এ শ্রমিক নেতা জানান।