বাবার লরির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

মেহেদী গেট পাস আনতে না গিয়ে আবার গাড়ির নিচে ঘুমিয়ে পড়েছিলেন সেটি তার বাবা ধারণা করতে পারেননি বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 04:48 PM
Updated : 5 June 2023, 04:48 PM

গাজীপুরের শ্রীপুরে বাবার কন্টেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের ভিকার ইলেকট্রনিক্স কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর মডেল থানার ওসি এএফএম নাসিম । 

নিহত যুবকের নাম তন্ময় হোসেন মেহেদী (২১)। তিনি কুমিল্লা জেলার সদর থানার মিজানুর রহমান বাবলুর ছেলে। 

ওসি জানান, মিজানুর রহমান পেশায় কন্টেইনারবাহী লরি চালক। মেহেদী বাবার সহকারী হিসেবে কাজ করত। 

মিজানুর রহমানের বরাত দিয়ে ওসি বলেন, “রোববার রাতে চট্টগ্রাম থেকে কন্টেইনারবাহী লরিতে ভিকার ইলেকট্রনিক্স কারখানায় মালামাল নিয়ে এসেছিলেন বাবা-ছেলে। গাড়ি থেকে মাল নামিয়ে তিনি গাড়ির ভেতর ও মেহেদী গাড়ির নিচে ঘুমিয়ে পড়েন। দুপুরে গেট পাস আনার জন্য ছেলেকে ঘুম থেকে তুলে মিজান আবার গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে উঠে কারখানা থেকে গাড়ি বের করতে গেলে চাকার নিচেই পিষ্ট হয়ে মারা যান মেহেদী।” 

মেহেদী যে গেট পাস আনতে না গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলেন সেটি মিজান ধারণা করতে পারেননি বলেও তিনি পুলিশকে জানিয়েছেন। 

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে তা পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। 

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।