চুয়াডাঙ্গায় পল্লি চিকিৎসক হত্যায় বাবা-ছেলে গ্রেপ্তার

ঘটনার কেন্দ্রে ছিল এক নারীর আত্মহত্যা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 08:05 PM
Updated : 17 March 2024, 08:05 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পল্লি চিকিৎসক তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার মাধবপুর গ্রামের সানোয়ার হোসেন (৫০) এবং সানোয়ার হোসেনের ছেলে জীবন হোসেন (২২)।

শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। তারপর জীবন হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান।

শুক্রবার উপজেলার ডম্বলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে তৌহিদুলের (৪২) মরদেহ কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর-মাধবপুর সড়কে কুমার নদের উপর সেতুর পিলারে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় রোববার হত্যা মামলা করে পরিবার। তারপরই আসামিদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

এতে আরও বলা হয়, প্রায় আড়াই মাস আগে তৌহিদুলের মেয়ে ও জীবন গোপনে বিয়ে করেন। এ নিয়ে তৌহিদুল জীবন ও তার বাবার বিরুদ্ধে অপহরণ মামলা করেন। দুই পরিবারের বিবাদের মধ্যে তৌহিদুলের মেয়ে জীবনের বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেন।

মেয়ের আত্মহত্যাকে কেন্দ্র করে তৌহিদুল আসামি জীবন ও সানোয়ারকে অপমান-অপদস্ত করেন। এর জের ধরে আসামিরা তৌহিদুলকে হত্যার পরিকল্পনা করেন বলে পুলিশ সুপারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]