বগুড়ায় নিজ ঘরে পড়েছিল বৃদ্ধার গলাকাটা মরদেহ

পুলিশ জানায়, রাতে ঘুমিয়ে পড়ার কোনো একসময় ওই বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2023, 09:28 AM
Updated : 26 August 2023, 09:28 AM

বগুড়ার সোনাতলা উপজেলায় নিজ ঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুর ১২টায় উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সোনাতলা থানার ওসি মো. সৈকত হাসান জানান। 

নিহত জাহেরা বেওয়া (৮৫) ওই গ্রামের প্রয়াত কাশেম শেখের স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। 

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, জাহেরা বেওয়ার চার ছেলে এবং দুই মেয়ে। ছেলেদের মধ্যে একজন ঢাকায় এবং অপরজন টাঙ্গাইলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অপর দুজন এলাকায় বসবাস করেন। 

সেই দুই ছেলের একজন অসুস্থ হওয়ায় গত চারদিন ধরে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে তিনি জানান। 

টাঙ্গাইলে থাকা ছেলে হেলাল উদ্দিন বলেন, “কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে যাই। ছুটি শেষে শুক্রবার রাতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হই। কয়েক ঘণ্টা পর একজন ফোন করে বলেন, মাকে কারা যেন হত্যা করেছে। খবর পেয়েই বাড়িতে চলে আসি।” 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মায়ের নামে কোনো জমা-জমি নেই। তাই জমা-জমি নিয়ে হত্যাকাণ্ডের কোনো আশঙ্কা নেই।” 

খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওসি হাসান বলেন, “রাতে ঘুমিয়ে পড়ার কোনো একসময় ওই বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। তদন্ত চলছে। আশাকরি দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।”