স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধারের পর আশংকাজনক অবস্থায় তাদের ঢাকায় নিয়ে গেছে স্বজনরা।
Published : 17 Mar 2023, 12:56 PM
সিরাজগঞ্জের বেলকুচিতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই তরুণ।
শুক্রবার সকালে বেলকুচি-বানিয়াগাঁতি আঞ্চলিক সড়কের বানিয়াগাঁতি নতুনপাড়া কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বেলকুচি থানার এসআই মো. সালাউদ্দিন জানান।
নিহত সোহান (১৯) একই উপজেলার বওড়া পশ্চিমপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের দেলবার হোসেনের ছেলে সুজন (১৯) ও আল আমিনের ছেলে আকাশ (১৯)।
এসআই মো. সালাউদ্দিন জানান, তিন আরোহী মোটরসাইকেলটি নিয়ে যাবার পথে বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর মোটরসাইকেলটি রাস্তার নিচের একটি বাগানে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
“এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন অপর দুই আরোহী।স্থানীয়রা তাদের উদ্ধারের পর আশংকাজনক অবস্থায় তাদের ঢাকায় নিয়ে গেছে স্বজনরা।”
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান এসআই মো. সালাউদ্দিন।