পাবনায় নদী থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

নিহতের বাবা জানান, তার ফোনে কল দিয়ে কে বা কারা তার ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2023, 12:35 PM
Updated : 23 Feb 2023, 12:35 PM

পাবনার ভাঙ্গুড়া উপজেলার গুমানী নদী থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা রেল ব্রিজের পাশে গুমানি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম।

নিহত নাফিজ হাসান নয়ন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের ইকবাল হোসেনের ছেলে। ১৯ বছরের নয়ন ঢাকার ধানমণ্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

স্থানীয়দের বরাতে ওসি রাশিদুল ইসলাম জানান, সকালে কয়েকজন কিশোর রেল ব্রিজের নিচে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা মরদেহটি টেনে নদীর তীরে তুলে রেখে পুলিশকে খবর দেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

এ সময় পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলামও উপস্থিত ছিলেন বলে জানান ওসি। 

এদিকে নিহত নয়নের বাবা ইকবাল হোসেন বলেন, “বুধবার রাতে আমার ফোনে কল দিয়ে কে বা কারা বলে তোর ছেলেকে মেরে ফেলবো। এরপর থেকে ছেলের ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। 

“সকালে পুলিশ জানায় আপনার ছেলের লাশ পাওয়া গেছে। ছেলেকে ওরা মেরে ফেলেছে।” 

ওসি রাশিদুল ইসলাম বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে, এটি কোন হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়। 

অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।