পাঁচ বছরে শুরুই হয়নি প্রকল্পের কাজ; টাকা জমা দেওয়ার এতদিন পরও প্লট না পেয়ে এলাকাবাসীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিক মারা গেছেন।
শ্বাসকষ্টজনিত সমস্যায় রোববার দুপুরে তিনি মারা যান বলে চিকিৎসক জানিয়েছেন।
গুতসান ভ্যালোরি (৬৯) নামের এই ব্যক্তি পারমাণবিক প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি ‘নিকিমথ’ প্রতিষ্ঠানে ইন্স্টলার পদে কর্মরত ছিলেন। প্রকল্পের আবাসন গ্রিনসিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফ্লাটে তিনি থাকতেন।
নিকিমথ কোম্পানির চিকিৎসক ডা. রাসেল জানান, গত বৃহস্পতিবার তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে।
“রোববার দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য রাজশাহীর সিডিএম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, সোমবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।