ইয়াবাসহ আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড

বরিশালের আগৈলঝাড়া থানার ওই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান এএসপি।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2024, 03:42 PM
Updated : 12 Feb 2024, 03:42 PM

ইয়াবাসহ দুইজনকে আটকের পর একজনকে ‘অর্থের বিনিময়ে’ ছেড়ে দেওয়ার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া থানার এক এএসআইকে ক্লোজড করা হয়েছে। 

সোমবার তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদ। 

তিনি বলেন, এএসআই আবু সালেহের নামে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে প্রশাসনিক কারণে তাকে থানা থেকে ক্লোজড পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) শফিকুল ইসলাম টিটু বলেন, “রোববার রাতে দক্ষিণ শিহিপাশা গ্রামে অভিযান চালিয়ে ১০টি ইয়াবাসহ রাহাত খান ও শিবু রায়কে আটক করেন এএসআই আবু সালেহ। পরে অর্থের বিনিময়ে শিবুকে ছেড়ে দেন তিনি।”

মাদকের বিরুদ্ধে কেউ সুপারিশ করলে তাকেও আইনের আওতায় আনার দাবি জানান এই ইউপি চেয়ারম্যান। 

অভিযোগ অস্বীকার করে এএসআই আবু সালেহ বলেন, মাদকসহ রাহাতকে আটকের সময় শিবু ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়; তবে তার কাছে কোনো মাদক না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।”