মাগুরায় হামলায় যুবক নিহত, পরে সংঘর্ষে পুলিশসহ আহত ৩

পাটখালী তেঁতুলতলায় সোমবার রাতে একদল যুবক ধারোলো অস্ত্র দিয়ে কুপিয়ে শহীদুল ইসলামকে হত্যা করে।  

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2023, 07:07 PM
Updated : 20 March 2023, 07:07 PM

মাগুরা সদরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এরপর দুদলের সংঘর্ষের মধ্যে পুলিশসহ তিনজন আহত হয়েছেন। 

সোমবার রাতে পাটখালী তেঁতুলতলায় এ হামলা হয় বলে সদর থানার ওসি জব্বারুল ইসলাম জানান। 

নিহত শহীদুল ইসলাম (২৫) গাংনী গ্রামের বাদশা মোল্লার ছেলে। 

পুলিশ ঘটনাস্থল থেকে আট গ্রামবাসীকে আটক করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক গাংনী গ্রামের এক বাসিন্দা বলেন, সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী ও পাটখালী গ্রামে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছে।

১৫ দিন আগে ‘ভিলেজ পলিটিক্স’ নামে একটি সংগঠনের ব্যানারে স্থানীয় গাবতলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্নসাটের আয়োজন করা হয়। 

এই আনুষ্ঠান নিয়ে গাংনী, পাটখালী গ্রামে সামাজিকভাবে বিভক্ত এই দুটি পক্ষের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। 

সদর থানার ওসি জব্বারুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে রাত সাড়ে ৮টার দিকে শহিদুল ইসলাম ও মানিক মোল্লা স্থানীয় বাজার থকে বাড়ি ফেরার পথে পাটখালী তেঁতুলতলায় একদল যুবক ধারোলো অস্ত্র দিয়ে তাদের দুইজনকে কুপিয়ে জখম করে; ঘটনাস্থলে শহীদুল ইসলাম মারা যান।

আহত মানিক মোল্লাকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ওসি আরও জানান, এ ঘটনার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে মাগুরা সদর থানা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গ্রামবাসীর হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আহত পুলিশ সদস্য রকিবুল ও মাছুম বিল্লাসহ তিনজনকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। 

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আট গ্রামবাসীকে আটক করেছে বলেও তিনি জানান।