“আসামিরা এর আগেও মেয়েটিকে ধর্ষণ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে,” বলেন ওসি সাইফুল।
Published : 19 Jun 2023, 11:04 PM
কুমিল্লার হোমনায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর আকালিয় গ্রামের ইনু মিয়ার ছেলে রাব্বি হাসান নাঈম (১৯) ও শ্রীমদ্দি গ্রামের রফিকুল ইসলাম সরকারের ছেলে ইমন সরকার (২২)।
হোমনা থানার এসআই ইকবাল মনির জানান, ধর্ষণের শিকার এক কিশোরীর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর রোববার রাতে জানতে পারে পুলিশ। সোমবার সকালে ওই কিশোরীর মা হোমনা থানায় এসে মামলা করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীমদ্দি দরগা বাড়ির মাঠে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই কিশোরী। এ সময় নাঈম মেয়েটিকে কৌশলে তার নানা তোতা সরকারের বসতঘরে নিয়ে দুই বন্ধু মিলে নির্যাতন চালায়।
পরে শুক্রবার সকাল ১০টার দিকে ওই কিশোরীকে ছেড়ে দেয় তারা। বাড়িতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লে মা-বাবা তাকে শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হোমনা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আসামিরা এর আগেও মেয়েটিকে ধর্ষণ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হোমনা থানায় একটি মামলা করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”