কুষ্টিয়ায় নাশকতা মামলায় কারাগারে ছাত্রলীগ ও ছাত্রদল নেতা-কর্মী

কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি আলোচনার জন্ম দেয়।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2023, 04:41 PM
Updated : 12 Feb 2023, 04:41 PM

কুষ্টিয়া সদরের একটি বাড়ি থেকে জেলা ছাত্রলীগের এক নেতা ও ছাত্রদল-কৃষক দলের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, শনিবার দুপুরে কমলাপুর গ্রামে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকারের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়; শুনানি শেষে তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক সামিউল হক সম্রাট।

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, আসামিরা হাতবোমা ও লাটিসোটা নিয়ে ওই বাড়িতে জমায়েত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে আসামি করে সদর মডেল থানায় এসআই সাজু মোহন সাহা বাদী হয়ে রোববার দুপুরে একটি মামলা করেছেন। এ মামলায় আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের আবেদন নাকচ করে দেন।    

এদিকে, ছাত্রদল ও কৃষকদল নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতা মো. সামিউল হক সম্রাটের গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 

কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অনুমোদিত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটিতে উপ-আইন বিষয়ক সম্পাদকের পদধারী হিসেবে নাম আছে মো. সামিউল হক সম্রাটের।

এই কমিটির একটি তালিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাংবাদিকের দেখার সুযোগ হয়েছে। 

তবে কমিটিতে সম্রাটের নাম থাকার বিষয়টি স্পষ্ট করছেন না খোদ ছাত্রলীগের জেলা সভাপতি আতিকুর রহমান অনিক। 

জানতে চাইলে তিনি বলেন, “নতুন কমিটিতে সম্রাটের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কী হয়েছে সেটা এ মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না।” 

এদিকে সম্রাটকে তাদের কমিটির নেতা দাবি করে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ছাত্রদল। 

জেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্রাটসহ সব নেতা-কর্মীর মুক্তি চাওয়া হয়েছে।