বেতন বৃদ্ধির দাবিতে পাদুকা শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শ্রমিকরা জানান, প্রতি মাসে মাত্র সাত হাজার টাকা বেতন পান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতনে তাদের জীবন চলে না।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2024, 08:51 AM
Updated : 10 Feb 2024, 08:51 AM

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাদুকা কারখানার শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কের এক লেনে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

শনিবার সকাল ৯টার দিকে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ধামরাই থানা রোড এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করেন বলে জানান শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান।

বিক্ষোভে অংশ নেওয়া মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন, আকলিমাসহ কারখানাটির একাধিক শ্রমিক জানান, সব কারখানার শ্রমিকদের বেতন বাড়ে শুধু তাদের বেতন বাড়ে না। প্রতি মাসে মাত্র সাত হাজার টাকা বেতন পান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতনে তাদের জীবন চলে না।

তারা বলেন, কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে তারা সরকারঘোষিত শ্রমিকদের সর্বনিম্ন বেতনের দাবি জানাচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির কোনো কর্ণপাতই করেনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক।

পরে সকাল ১০টার দিকে শিল্প পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই বিষয়ে সহকারী মহাব্যবস্থাপক (উৎপাদন) জামাল বসুনিয়া সাংবাদিকদের বলেন, “পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা (পাদুকা) কারখানা শ্রমিকদের বিষয়ে কোনো গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা যে দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ আগামী মাসেই বেতন কিছু বর্ধিত করার কথা ভাবছে।”

এএসপি আনোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন, “পোশাক কারখানায় যে ন্যূনতম বেতন দেওয়া হয়েছে। জুতা কারখানার শ্রমিকরা তা পাননি। তাই তারা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন।

“পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।