সেন্ট মার্টিনে গাছ চাপায় নারী আহত

“ঘূর্ণিঝড়ের আঘাতে সেন্ট মার্টিন দ্বীপের অধিকাংশ গাছপালা উপড়ে গেছে।”

কক্সবাজার প্রতিনিধিটেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 11:10 AM
Updated : 14 May 2023, 11:10 AM

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় মোখার আঘাতে ঝড়ো হাওয়ায় গাছ চাপায় এক নারী আহত হয়েছেন; তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

রোববার দুপুর ২টায় টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের কোনারপাড়ায় এ ঘটনা বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।

ত্রিশোর্ধ্ব ওই নারীর নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে আব্দুল হালিম বলেন, সকাল ৯টার পর থেকে সেন্ট মার্টিনসহ টেকনাফের বিভিন্ন উপকূল দিয়ে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে তীব্র বেগে বাতাসের পাশাপাশি মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে দুপুর ১২টার পর থেকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানা শুরু করে। এতে সেন্ট মার্টিন দ্বীপে বেশি প্রভাব পড়েছে।

“ঘূর্ণিঝড়ের আঘাতে সেন্ট মার্টিন দ্বীপের অধিকাংশ গাছপালা উপড়ে গেছে। বেশ কিছু বসত ঘর ও স্থাপনার ছাউনি উপড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ওসি আরও বলেন, “দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের কোনারপাড়ায় ঝড়ো হাওয়ার কবলে গাছ চাপায় এক নারী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্বীপের ক্লিনিকে নিয়ে আসে।

ঘূর্ণিঝড়ের তীব্রতার কারণে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না বলে জানান আব্দুল হালিম।