মানিকগঞ্জের যমুনা নদীতে সারবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি

বেলা এগারোটার দিকে ইঞ্জিন রুমে পানি দেখতে পান শ্রমিকরা।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2023, 10:46 AM
Updated : 5 Jan 2023, 10:46 AM

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে সারবহনকারী একটি জাহাজের তলা লিক হয়ে ইঞ্জিন রুমে পানি প্রবেশের ঘটনা ঘটেছে। 

নৌ-পুলিশের পাটুরিয়া ফাঁড়ির ইনচার্জ মো. আসাদউল্লাহ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনার পর জাহাজে থাকা সার উপজেলার অন্নয়পুরে নদীর তীরে জরুরি ভিত্তিতে খালাস করা হয়েছে। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিকগঞ্জ থেকে পাবনার নৌ-পথের নাব্যতা কমে যাওয়ায় বেশিরভাগ জাহাজ অন্নয়পুর থেকে মালামাল খালাস করে ট্টলারে পাবনা নিয়ে যায়। জাহাজগুলোও সংলগ্ন নদীতে নোঙর করে থাকে। 

এরই ধারাবাহিকতায় সারবহনকারী এমভি এবাদত নামের জাহাজটিও বুধবার রাতে নদীতে নোঙর করে। পরে জাহাজের সারেং, শ্রমিকরাও ঘুমিয়ে যান।  কিন্তু বেলা এগারোটার দিকে তারা ইঞ্জিন রুমে পানি দেখতে পান। 

জাহাজের শ্রমিকদের বরাতে মো. আসাদউল্লাহ জানান, জাহাজটির তলা লিক হয়ে তাতে পানি প্রবেশ করেছে। কিন্তু কিভাবে বা কখন তা লিক হলো সে বিষয়ে তারা কিছু বলতে পারছেন না। 

পরে বেলা দেড়টার দিকে শ্যালো মেশিনের মাধ্যমে ইঞ্জিন রুম থেকে পানি অপসারণ করা শেষ হয়েছে। জাহাজটি নদীর ঘাটে নোঙ্গর করে মেরামতের চেষ্টা করা হচ্ছে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।