গাজীপুরে তেলের জাহাজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

তেলের জাহাজে সার্চ লাইট মেরামত করার সময় শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2022, 01:10 PM
Updated : 3 Oct 2022, 01:10 PM

গাজীপুরে তুরাগ নদীতে একটি তেলের জাহাজে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার তুরাগ নদীতে কড্ডার কালাকৈর ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আবু সায়েম নয়ন জানান। 

আহতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘিরচরের ইদ্রিস মোল্লার ছেলে মো. মোস্তাকিন মোল্লা (২৪), ঝালকাঠির নলছিটি উপজেলার দেলদুয়ারের মো. ফারুক শরীফের ছেলে মো. ছাইম (১৫), বাগেরহাটের মো. রাকিব মিয়া (১৮) ও মো. সাব্বির হোসেন (২৪)।

আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের কোনাবাড়ি এলাকায় পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সহকারী কমিশনার আবু সায়েম নয়ন জানান, মেহতাজ নিগার এন্টারপ্রাইজ লাইন (তেলের জাহাজ) নারায়ণগঞ্জ থেকে কড্ডা সামিট পাওয়ার হাউসে এসে তেল আনলোড করে। এরপর নারায়ণগঞ্জ ফেরার পথে তুরাগ নদীতে কড্ডার কালাকৈর ঘাট এলাকায় জাহাজের সার্চ লাইট মেরামত করার সময় বৈদ্যুতিক তারে শট সার্কিট থেকে আগুন ধরে যায়। তারা নিজেরাই আগুন নেভাতে সমর্থ হয়; ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়নি।

সায়েম নয়ন আরও জানান, দগ্ধদের মধ্যে মো. রাকিব মিয়ার শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় পপুলার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।