ওজন কম এবং স্বাস্থ্যঝুঁকি থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়েছে।
Published : 10 Jan 2024, 12:33 PM
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বেসরকারি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে তাদের জন্ম হয় বলে জানান গাইনি অ্যান্ড অবস বিভাগের চিকিৎসক তামান্না।
ত্রিশোর্ধ্ব ফারজানা আক্তার উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পাশের দৌলতপুর উপজেলার আন্দিবাড়ি গ্রামের সেনাসদস্য শরিফুল ইসলামের স্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রসব বেদনা নিয়ে রাতে ফারজানা হাসপাতালে ভর্তি হন। পরে অস্ত্রোপচার ছাড়াই চার সন্তানের জন্ম দেন। নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চাদের জন্ম হয়েছে। ওজন কম এবং স্বাস্থ্যঝুঁকি থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়েছে।
চিকিৎসক তামান্না বলেন, “জন্মের কিছু সময় পর ফারজানাকে তার স্বামী উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে গেছেন।”
নবজাতকদের মা ফারজানা হাসপাতালে বলেন, “আল্লাহর ইচ্ছায় চার মেয়ে হয়েছে এতে আমরা খুশি।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]