কুষ্টিয়ায় সৎ ভাইকে কুপিয়ে হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

“সৎ ভাই ফামিদের সঙ্গে আসামি মিলনের পৈত্রিক জমি নিয়ে দ্বন্দ্ব ছিল; এর জের ধরে ফামিদকে হত্যার পরিকল্পনা করেন তিনি।”

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 12:07 PM
Updated : 29 May 2023, 12:07 PM

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।

সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ রুহুল আমীন এ রায় দেন বলে জানিয়েছেন পিপি অনুপ কুমার নন্দী।

মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মো. মিলন হোসেন (৩৭)। তিনি দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল সকাল ৭টায় জামালপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মো. নান্দু মন্ডলের প্রথম স্ত্রীর ছেলে ফামিদ হোসেন (৪২) বাড়ির পাশের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ পিছন থেকে এসে নান্দু মন্ডলের আরেক স্ত্রীর ছেলে মিলন ধারালো চাপাতি দিয়ে ফামিদকে কুপিয়ে জখম করেন।

গুরুতর আহত ফামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মিলনের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে পরদিন ১২ এপ্রিল দৌলতপুর থানায় মিলন ও প্রতিবেশী সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওই বছরেই ২৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক মো. জিয়াউর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে  জড়িত থাকার অভিযোগ আনা হয়।

শুনানি শেষে মিলন হোসেনের মৃত্যুদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সোহেল রানাকে বেকসুর খালাসের রায় দেন বিচারক।

পিপি অনুপ কুমার নন্দী বলেন, “সৎ ভাই ফামিদের সঙ্গে আসামি মিলনের পৈত্রিক জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে ফামিদকে হত্যার পরিকল্পনা  করেন তিনি।”

মিলনকে মৃত্যুদণ্ডসহ ২৫ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মিলন হোসেন।

মামলার বাদী নিহত ফামিদের স্ত্রী রোজিনা রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় বাস্তবায়ন প্রত্যাশা করেন।