ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

তানভীর রাবির লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2023, 05:37 AM
Updated : 9 June 2023, 05:37 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কক্ষে চিরকুট পাওয়ার কথা জানিয়ে পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বিনোদপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মতিহার থানার ওসি রুহুল আমিন জানান।

নিহত তানভীর ইসলাম বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি নীলফামারী জেলা সদর থানার কাঞ্চন পাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে।

ওই ছাত্রবাসের মালিক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি রুহুল আমিন বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন তানভীর। রাতে বাড়ি থেকে যোগাযোগ করতে না পেরে তার বাবা মেস মালিককে খোঁজ নিতে বলেন। মেস মালিক ও অন্য শিক্ষার্থীরা কক্ষের দরজায় কড়া নেড়ে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে তানভীরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়।”

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।