একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সবাই খুশি; তবে মা ব্যয় বহন নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন বাবা রশিদুল ইসলাম।
Published : 14 Nov 2023, 04:41 PM
লালমনিরহাটে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক দুই ছেলে ও এক মেয়ের নাম রাখা হয়েছে- আলিফ, লাম ও মিম।
শনিবার সদর উপজেলার মনোয়ারা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয় বলে ওই ক্লিনিকের চিকিৎসক রিজিয়া আক্তার জানান।
গৃহবধূ শারমিন বেগম (১৯) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জাকলাটারী গ্রামের রাজমিস্ত্রি রশিদুল ইসলামের স্ত্রী।
রশিদুলের চাচা আফজাল হোসেন জানান, একটি শিশু অসুস্থ হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া লাগতে পারে। তবে মা ও বাকি দুই শিশু সুস্থ আছে।
একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সবাই খুশি; তবে মা ও শিশুদের খাদ্য ও চিকিৎসার ব্যয় বহন নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন বাবা রশিদুল ইসলাম।
তিনি বলেন, “রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমে সংসার চালাই। সন্তানদের জন্মের আগে ও পরে চিকিৎসা খরচে যা জমানো ছিল সব শেষ। এখন বাচ্চা দেখতে আসা স্বজনদের সাহায্যে চিকিৎসা ও ওষুধ চলছে। তিনটি সন্তানের খরচ কীভাবে চলবে বুঝে উঠতে পারছি না।”
যদি সরকারি-বেসরকারি সাহায্য পাওয়া যেত তাহলে সন্তান তিনটিকে লালন-পালন করা সুবিধা হতো বলে জানান তিনি।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]