জামালপুরে এক দিনে ২ ব্যবসায়ীর লাশ উদ্ধার

ভূট্টা ক্ষেত থেকে একজন এবং মাটিচাপা দেওয়া অবস্থায় অপরজনের লাশ পাওয়া যায় বলে জানায় পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 12:27 PM
Updated : 18 March 2024, 12:27 PM

জামালপুরে আলাদা স্থান থেকে দুই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।  

সোমবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলায় ভূট্টা ক্ষেত থেকে একজন এবং মাদারগঞ্জ উপজেলায় মাটিচাপা দেওয়া অবস্থায় অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট থানার পুলিশ।

দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে খাদ্য ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪২) রোববার রাতে তারাবির নামাজের জন্য বের হয়ে নিখোঁজ হন।

সোমবার সকালে বাড়ির পাশে একটি ভূট্টা ক্ষেত থেকে রাজ্জাকের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

অপরদিকে সকালে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের তরপা শিমুলতলা মোড়ের পাশে জোড়া সেতুর নিচে মাটিচাপা দেওয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমন মিয়া (৩৪) সিধুলী ইউনিয়নের বাসিন্দা। তিনি ঝালমুড়ি বিক্রি করতেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, রোববার রাত ১১টা পর্যন্ত সুমন তার বড় ভাই মতিউর রহমান বেলালের সঙ্গে ছিলেন। পরে পান খাওয়ার কথা বলে চলে যান। রাতে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে স্থানীয়রা জোড়া সেতুর নিচে মাটিচাপা দেওয়া অবস্থায় একজনের লাশ দেখে থানায় খবর দেয়।

সুমনের স্ত্রী পারভিন বেগম বলেন, দুর্বৃত্তরা তার স্বামীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে।

সুমনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তার বড় ভাই মতিউরের।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।