ঘরের মেঝেতে যুবকের মরদেহ, পুলিশ বলছে হত্যা

বসতঘরের মেঝেতে শরীফের রক্তাক্ত-ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 11:44 AM
Updated : 27 March 2024, 11:44 AM

কুমিল্লার বরুড়া উপজেলায় বসতঘর থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার শালুকিয়া গ্রামের ঘর থেকে শরীফের লাশ উদ্ধার করা হয় বলে বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী জানান।

মৃত ৩০ বছর বয়সী মো. শরীফ ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, বুধবার সকালে বসতঘরের মেঝেতে শরীফের রক্তাক্ত-ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাশের পাশে একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলছেন, “ধারণা করা হচ্ছে, বাড়ির অদূরে কোথাও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে শরীফকে হত্যা করা হয়েছে। পরে হত্যাকারীরা লাশ ঘরের মেঝেতে ফেলে দরজা খোলা রেখে চলে যায়।”

এ ঘটনায় এখনও মামলা হয়নি। নিহতের স্বজনরা থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি রিয়াজ।