কুড়িগ্রামে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

গোসলের জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে পড়ে মাহি; তাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎতায়িত হয় বিন্দু ও মারিয়া।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2023, 11:32 AM
Updated : 5 July 2023, 11:32 AM

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গোসলের জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও এক শিশু।

বুধবার দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার জানান।

নিহত মাহি আক্তার (৯) সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের মেয়ে এবং বিন্দু আক্তার (৯) ওই গ্রামের বদ্দু মিয়ার মেয়ে।

আহত মারিয়া আক্তার একই গ্রামের ফজলুল হকের মেয়ে। তারা সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ছিল।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল জানান, দুপুরে মাহি, বিন্দু ও মারিয়াসহ কয়েকজন শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।

“সেখান থেকে বাড়িতে ফিরে তারা বিদ্যুতিক মোটরে ফের গোসল করতে যায়। এ সময় মোটর চালু করতে গিয়ে মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে ছাড়াতে গিয়ে বিন্দু ও মারিয়া বিদ্যুৎতায়িত হয়ে পড়ে।

“চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহি ও বিন্দুকে মৃত ঘোষণা করেন। আহত মারিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা ছাত্তার বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

ওসি রূপ কুমার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মত্যুর খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে।