শরীয়তপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে কপাল পুড়লো কৃষকের

চুক্তিতে এই জমির ফসল কিনেছিলেন ওই কৃষক।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2022, 05:55 PM
Updated : 14 Nov 2022, 05:55 PM

শরীয়তপুরের জাজিরায় দুর্বৃত্তের দেওয়া আগুনে প্রায় ৫০ বিঘা জমির ধান ও চারশত জমির ঘাস পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ভোরে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাতিরচরে এ ঘটনা ঘটে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসাইন জানান।

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি কৃষক মোস্তফা খানের (৪৬)। ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জাজিরার ইউএনও মো. কামরুল হাসান সোহেল, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম।

কৃষক মোস্তফা খান জানান, তিনি চুক্তিতে এই জমির ফসল কিনেছিলেন।

তার দাবি, “কিন্তু পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতিকারী। দেনা করে প্রায় চার লাখ টাকায় এখানে ক্ষেতের ধান ও ঘাস কিনেছিলাম। এখন পথে বসার যোগাড় হয়েছে।”

কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বেপারি বলেন, “এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। এই ধরনের আক্রমণ কোনোভাবেই কাম্য নয়।”

প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি তার।

উপজেলা কৃষি কর্মকর্তা জামাল বলেন, “যেহেতু অগ্নিসংযোগকারী একটি ক্রাইম করেছে, তাই পুলিশ প্রশাসন তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেছি এবং স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি।তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, “প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।

“পাশাপাশি ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে।”