গাইবান্ধায় শিশু সাংবাদিকতার ফলো আপ কর্মশালা অনুষ্ঠিত

ফলো আপ কর্মশালায় প্রশিক্ষণের জন্য ১১ জন শিশু সাংবাদিককে বাছাই করা হয়।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2023, 03:13 PM
Updated : 17 Feb 2023, 03:13 PM

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার ফলো আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের ছিন্নমূল মহিলা সমিতির হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।   

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহসম্পাদক সৈয়দা মৌ জান্নাত।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক ও দৃক বাংলাদেশের ফটো সাংবাদিক কুদ্দুস আলম।

অনুষ্ঠানে অতিথিরা শিশু সাংবাদিকদের গতানুগতিক পড়াশোনার সঙ্গে সাংবাদিকতায় জড়িয়ে নিজেদের সৃষ্টিশীলতাকে প্রকাশ করার বেশি সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক তাজুল ইসলাম রেজা।

এর আগে ২০২২ সালের ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী কর্মশালায় গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সের ২১ জন শিক্ষার্থী অংশ নেয়।

এই ২১ জনের মধ্য থেকে শুক্রবার দ্বিতীয় পর্যায়ে ১১ জনকে ফলো আপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।