সিরাজগঞ্জে তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ

কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 08:12 PM
Updated : 17 March 2024, 08:12 PM

‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ ও ইউনিসেফের যৌথ আয়োজনে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

শনিবার শহরের জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালার সমাপনী দিনে শিশুদের হাতে সনদপত্র তুলে দেন সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান।

এর আগে বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ইসরাইল হোসেন বাবু।

প্রথম দুইদিন কর্মশালা পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জ্যেষ্ঠ সহসম্পাদক রোকনুজ্জামান এবং সমাপনীর দিনে কর্মশালা পরিচালনা করেন ইউনিসেফের প্রশিক্ষক নাজনীন বেগম পাপ্পু ও চন্দন কুমার লাহিড়ী।

এ কর্মশালায় শিশুর অধিকার, জাতিসংঘ শিশু সনদ, নারী-পুরুষের সমতা ও বাল্যবিয়ের কুফলসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এ ছাড়া হাতে-কলমে ভিডিও ধারণ, ছবি উঠানো ও সংবাদ তৈরি শেখানো হয়।

এখানে জেলা ও উপজেলায় পর্যায়ের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিশু অংশ নেয়।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]