Published : 24 Dec 2023, 06:46 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে; যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনারপাড়া থেকে মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করেন তারা।
গ্রেপ্তার ২৩ বছর বয়সী মোহাম্মদ সোহেল ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি ওসমান বলেন, উলুচামারি কোনারপাড়ায় আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক ১০/১২ জন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়; বাকিরা পালিয়ে যায়।
পরে ওই ব্যক্তির শরীরে তল্লাশি করা হলে দেশীয় তৈরি একটি বন্দুক ও তিনটি গুলির খোসা পাওয়া যায়।
এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় বন্দুক, একটি ছুরি, দা ও দুইটি লোহার রড উদ্ধারের খবরও জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “গ্রেপ্তার ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চিহ্নিত ডাকাত আনোয়ার হোছেন ওরফে লেডুইয়ার (পলাতক) নেতৃত্বে একদল সশস্ত্র লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
“পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ”