সরকারের চাল সংগ্রহে অসহযোগিতা, চাঁদপুরে ২ রাইস মিলের নিবন্ধন বাতিল

মন্ত্রণালয়ের নির্দেশে চাঁদপুরে তপাদার ও শুভ অটো রাইস মিলের নিবন্ধন বাতিল করা হয় বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান। 

চাঁদপুর প্রতিনিধি
Published : 25 May 2023, 02:06 PM
Updated : 25 May 2023, 02:06 PM

সরকারের চাল সংগ্রহে অসহযোগিতার দায়ে চাঁদপুরে দুটি রাইস মিলের নিবন্ধন বাতিল করা হয়েছে। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. শাহ্ জামাল বৃহস্পতিবার সকালে জানান, চাঁদপুর শহরের পুরান বাজারের তপাদার অটোরাইস মিল ও কচুয়া উপজেলা সদরের শুভ অটোরাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। 

“২০২১-২২ সালে সরকারিভাবে চাল সংগ্রহে চুক্তিবদ্ধ না হওয়া এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রক্ষা না করায় লাইসেন্স দুটি বাতিল করা করা হয়।” 

তিনি বলেন, সরকারি লাইসেন্স পাওয়া রাইস মিলগুলো পর পর দুবছর সরকারি চাল সংগ্রহে চুক্তিবদ্ধ না হলে অর্থাৎ চাহিদা পূরণ না করলে বিধি অনুযায়ী লাইসেন্স বাতিলের নির্দেশনা আছে। 

“সে আলোকে মন্ত্রণালয়ের নির্দেশে গত এপ্রিলে চাঁদপুরে তপাদার ও শুভ অটো রাইস মিলের লাইসেন্স বাতিল হয়ে যায়।”  

চাঁদপুর জেলায় নিবন্ধনদারী ১৯টি রাইস মিল ছিল জানিয়ে শাহ জামাল বলেন, “দুটির লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কারণে বর্তমান বোরো ধান ও চাল সংগ্রহ মৌসুমে আমরা ১৭টি লাইসেন্সধারী মিল থেকে ৭ হাজার ৮২৫ মেট্টিক টন চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। আশা করছি, আমরা এসব মিল থেকে প্রায় ৭০ ভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।”