নেত্রকোণায় শিক্ষাসফরের বাস খাদে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত, আহত ১২

শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা দুর্গাপুরের সাদামাটি ও গারো পাহাড় দেখতে যাচ্ছিল।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 09:07 AM
Updated : 8 March 2023, 09:07 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শিক্ষাসফরের বাস উল্টে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের দুর্গাপুর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি মুহাম্ম্মদ শিবিরুল ইসলাম।

নিহত হিমেল শেখ (১৩) ময়মনসিংহের মুক্তাগাছা ননরদীরবাড়ি দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি শিবিরুল জানান, মুক্তাগাছা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থীরা বাসে চড়ে দুর্গাপুরের সাদামাটি ও গারো পাহাড় দেখতে শিক্ষাসফরে যাচ্ছিল। বাসে মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরাও ছিলেন।

পথে বাসটি সড়কের লক্ষীগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ছাড়াও ১০ থেকে ১২ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে বলে জানান ওসি।