বাড়ির আঙিনায় গাঁজার চাষ, ১৭৭ গাছসহ গ্রেপ্তার ‘মাদক কারবারি’

পুলিশ জানায়, মধু রামের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 09:43 AM
Updated : 27 March 2024, 09:43 AM

ঠাকুরগাঁওয়ে বাড়ির আঙিনায় চাষ করা ১৭৭টি গাঁজা গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মাদক কারবারি বলছে পুলিশ।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) উত্তর প্রসাদ পাঠক।

গ্রেপ্তার মধু রাম (৫৫) ঠাকুরগাঁও শহরের লধাবাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার বলেন, “গোপন খবরে পুলিশ জানতে পারে, মাদক ব্যবসায়ী মধু রাম তার বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করেছেন। পরে বুধবার ভোররাতে মধু রামের বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

“অভিযানে মধুর বাড়ির আঙিনা ও বাড়ির আশপাশে চাষ করা বিভিন্ন উচ্চতার ১৭৭টি গাঁজার গাছ শিকড়সহ উদ্ধার করা হয়।”

এসপি বলেন, এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মধু রামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সদর থানায় মধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয় বলে জানান তিনি।