নাটোরে বোমাবাজির পর ‘বিএনপি সমর্থক’ গ্রেপ্তার

সোমবার রাতে বোমাবাজির পর ওই এলাকা থেকে আরো আটটি ককটেল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2022, 05:40 AM
Updated : 22 Nov 2022, 05:40 AM

নাটোর সদর উপজেলায় পাঁচটি হাতবোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ানোর পর স্থানীয় এক বিএনপি সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ওই বিস্ফোরণের পর এক চায়ের দোকান থেকে লাল টেপ মোড়ানো আরো আটটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানিয়েছেন।

তিনি বলেন, জরুরি সেবার নম্বর ৯৯৯ এ বোমাবাজির খবর পেয়ে পুলিশ রাতে ডাঙ্গাপাড়ায় যায়। ওই এলাকার রাজ্জাকের চায়ের দোকান থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়।

“এসময় স্থানীয়রা জানায়, মোট পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে পুলিশ যাওয়ার আগে। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী ওহাব মণ্ডল নামে এক বিএনপি সমর্থককে আটক করে রেখেছিল। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।”

ওসি বলেন, রাতের ওই বিস্ফোরণের ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।