সিলেটে স্ত্রীর চুল কাটার মামলায় স্বামী গ্রেপ্তার

যৌতুক না পেয়ে স্বামী ও ভাসুর ওই নারীকে শারীরিক নির্যাতন করেন এবং মাথার চুল কেটে দেন বলে অভিযোগ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 02:10 PM
Updated : 14 May 2023, 02:10 PM

সিলেটের জকিগঞ্জে এক গৃহবধূকে নির্যাতন ও চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ভাসুরের বিরুদ্ধে। মামলা দায়েরের পর পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরভাগ গ্রামে চুল কাটার ঘটনা ঘটে বলে জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান।  

এ ঘটনায় ২৭ বছর বয়সি ওই নারী শুক্রবার থানায় মামলা করেছেন।
মামলার বরাতে শ্যামল বণিক জানান, যৌতুকের দাবি মেটাতে না পারায় বৃহস্পতিবার রাতে ২৭ বছর বয়সি ওই নারীর স্বামী আলকাছ উদ্দিন (৩২) ও ভাসুর জয়নাল আবেদীন মিলে তাকে শারীরিক নির্যাতন চালান। পরে তার মাথার চুল কেটে দেন। 

“এরপর জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।”          

শ্যামল বণিক জানান, এ ঘটনায় শুক্রবার ওই নারী বাদী হয়ে আলকাছ উদ্দিন ও জয়নাল আবেদীনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। শুক্রবার রাতেই পুলিশ আলকাছ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। জয়নালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।