চিকিৎসক জানান, আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 13 Feb 2024, 04:54 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ বোঝাই পিকআপ উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় পিকআপের আরও পাঁচ আরোহী গুরুতর আহত হন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের মাছ ব্যবসায়ী মো. হাফিজুল (৪৫) ও শহিদুল (৪৬)।
আহতরা হলেন- ওই জেলার খোরশেদ (৪৫), বাহাদুর (৪৫), ইমরান (২৪), সায়েম (৪০) ও টাঙ্গাইলের হৃদয় (২০)।
স্থানীয়দের বরাতে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ বলেন, ঢাকাগামী মাছ বোঝাই একটি পিকআপ ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় পৌঁছালে পেছনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে পিকআপের চালকসহ সাতজন আহত হন।
“তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক হাফিজুল ও শহিদুলকে মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকলিমা রওশন বলেন, “হাসপাতালে আসার পর দুজন মারা যান। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।”
পিকআপ চালক ইমরান বলেন, গতি বেশি থাকা অবস্থায় চাকা বাস্ট হওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মাছের গাড়িটি সড়ক থেকে রেকার দিয়ে সরানো হয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।