সকাল সাড়ে ১০টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
Published : 19 Feb 2024, 07:51 PM
নোয়াখালীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
মৃত ৪৩ বছর বয়সী মো. আবুল বাশার ওরফে বাদশা জেলার বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের গোলাম রহমানের ছেলে।
নোয়াখালী জেলা কারাগারের কারারক্ষী সুমন বড়ুয়া বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বাদশা। এ সময় কারারক্ষী নাহিদ ও মেহেদী তাৎক্ষণিকভাবে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
“পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।”
তিনি ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) এর হাজতি আসামি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বেগমগঞ্জ থানায় এ মামলা হয়। মামলা নম্বর ৪১।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, হাসপাতালের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ চিকিৎসক।