বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের বাসটি ঢাকা যাচ্ছিল।
Published : 08 Mar 2024, 10:14 AM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে তিনজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদরদী বাবনা তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ।
নিহত তিন জনের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস নামের একটি বাস ভোরে সদরদী বাবনা তলা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসের ভিতরে থাকা যাত্রীরা আটকা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত হয়েছে ১০ যাত্রী। সংবাদ পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এএসআই আবু সাঈদ বলেন, বাসটি সড়কের উপর উল্টে গেলে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।