গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা পর উদ্ধার 

জয়দেবপুর জংশন থেকে তুরাগের ইঞ্জিন ওই স্থানে নিয়ে বিকল হওয়া ট্রেনটি সরিয়ে আনা হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2023, 06:32 AM
Updated : 18 Feb 2023, 06:32 AM

গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হওয়ার দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। 

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি শনিবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় বলে জানিয়েছেন জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম। 

এ সময় ট্রেনটি সেখানে থেমে গেলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি স্থানে যমুনা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়। এ সময় জয়দেবপুর জংশনে তিনটি ট্রেন ও ধীরাশ্রমে একটি ট্রেন যাত্রা বিরতি করে। এতে বিপাকে পড়েন শতশত যাত্রী। 

সকাল সাড়ে ৯টায় জয়দেবপুর জংশন থেকে তুরাগের ইঞ্জিন ওই স্থানে নিয়ে বিকল হওয়া ট্রেনটি সরিয়ে আনা হয় বলে জানান তিনি। 

এসআই মো. শহিদুল ইসলাম জানান, প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।