বরিশাল সিটির ৪৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রস্তাবিত বাজেটে বিদায়ী মেয়রের পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হয়; যা বর্তমান পরিষদের শেষ বাজেট।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2023, 02:49 PM
Updated : 20 Oct 2023, 02:49 PM

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরে ৪৪২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৩৮৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বরিশাল ক্লাব মিলনায়তনে ২১তম বাজেট ঘোষণা করেন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এ ছাড়া ২০২২-২০২৩ অর্থবছরে ৪১৮ কোটি ৯০ লাখ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১৭১ কোটি ৯৮ লাখ ৩৩ হাজার ২৮১ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেন মেয়র।

ঘোষিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ১২৫ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ১৩৭ টাকা, সরকারি অনুদান (রাজস্ব) ১১৪ কোটি ৫০ লাখ, উন্নয়ন খাতের সরকারি অনুদান ৩৬৫ কোটি এবং সরকারি ও বৈদেশিক সাহয্যপুষ্ট প্রকল্প থেকে ২৪৬ কোটি ৪৭ লাখ ৬ হাজার ৭৯৬ টাকা।

বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২২৬ কোটি ১৯ লাখ ৮ হাজার ৪৫৪ টাকা; সর্বমোট আয় ধরা হয়েছে ৪১৯ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ৯৩৩ টাকা। আর প্রারম্ভিক স্থিতিসহ মোট আয় ধরা হয়েছে ৪৪২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৩৮৭ টাকা।

মোট উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৩৪৯ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ৭৯৬ টাকা; রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৩৩ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৬১৬ টাকা।

প্রস্তাবিত বাজেটে বিদায়ী মেয়রের পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হয়; যা বর্তমান পরিষদের শেষ বাজেট।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে বাজেট বই পাঠ করেন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। এ সময় বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও সিটি করপোরেশনের সচিব মাসুমা আকতার উপস্থিত ছিলেন।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]