টাঙ্গাইলে সাংবাদিকের মায়ের গলাকাটা লাশ উদ্ধার

সুরাইয়ার ছেলে আবু সায়েম আকন্দ বলেন, “মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2023, 11:14 AM
Updated : 21 Dec 2023, 11:14 AM

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পৌরসভার পশ্চিম ভূঞাপুরের বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ জানান।

নিহত সুলতানা সুরাইয়া (৬৫) ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বার্তা সম্পাদক আবু সায়েম আকন্দের মা এবং পশ্চিম ভূঞাপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম আকন্দের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা সুরাইয়ার ব্যবহৃত ফোন বন্ধ পেয়ে বাড়িতে গিয়ে গেইট টপকে ঘরে উঁকি দেয়। তারা ঘরের মেঝেতে তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

সুরাইয়ার ছেলে আবু সায়েম আকন্দ বলেন, “মা একাই থাকতেন বাড়িতে। কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক সায়েম।

ওসি আহসান উল্লাহ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একদিন আগে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]