নেত্রকোণায় ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

ঢোল প্রতীকে নাসির উদ্দিন রানা পেয়েছেন ৩ হাজার ৩৭৯ ভোট, নৌকার প্রার্থী মো. আব্দুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট। 

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 05:10 PM
Updated : 25 May 2023, 05:10 PM

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দিন রানা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার দিনভর এই উপনির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী। 

পরে নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোছাম্মৎ হোসনে আরা বেসরকারি ফলাফল ঘোষণা করেন। 

তিনি বলেন, ঢোল প্রতীকে নাসির উদ্দিন রানা পেয়েছেন ৩ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট।  

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এই নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ১০ হাজার ৪১৩টি। কোনো ভোটই বাতিল করতে হয়নি। 

গত ১৩ মার্চ এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের মৃত্যু হয়। সে কারণে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। 

এক কেন্দ্রে সংঘর্ষ

ভোটগ্রহণ চলাকালে ইউনিয়নের বালি মহিষাটী দাখিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নেত্রকোণা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, “কেন্দ্রটিতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।”