ডেঙ্গু: গাজীপুরে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭

জেলায় এ বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত ৬১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2022, 10:58 AM
Updated : 12 Nov 2022, 10:58 AM

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ জন ডেঙ্গু রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৩ জন। 

এ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডেঙ্গু কর্ণার’ এবং টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৫০ শয্যার ‘ডেঙ্গু ইউনিট’ খোলা হয়েছে। 

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে তার হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২১ জন মহিলা এবং ৮ জন শিশু। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালের ডেঙ্গু কর্ণারে বর্তমানে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন ।  

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. সাইফুল ইসলাম জানান যায়, এ দুই হাসপাতাল ছাড়াও উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুরে বর্তমানে ভর্তি রয়েছেন ৬৩ জন। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৭ জন ডেঙ্গু রোগী। 

জেলায় এ বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত ৬১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন বলেও জানিয়েছেন এ পরিসংখ্যানবিদ।