জামালপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি, দুই ‘চোর’ গ্রেপ্তার

আসামি বিল্লালের বিরুদ্ধে ঢাকা কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 02:40 PM
Updated : 18 March 2023, 02:40 PM

জামালপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে সদর উপজেলার কুমারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জামালপুর সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ছোট আড়ংহাটি গ্রামের রমিজল (৪২) এবং ভোলার লালমোহন উপজেলার উত্তর ফরাসগঞ্জ গ্রামের বিল্লাল হোসেন (৩৬)।

ওসি  শাহ নেওয়াজ বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদরের জামতলী বাজার রাস্তায় ইজিবাইক চালক জিয়াউল হককে (২৮) পুলিশ পরিচয়ে ইজিবাইকের কাগজ দেখাতে বলেন রমিজল ও বিল্লাল।

“জিয়াউল কাগজ আনতে বাড়িতে গেলে তারা কৌশলে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। জিয়াউল ফিরে এসে তার ইজিবাইক না পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে ঘটনা জানায়। এরপর পুলিশের অভিযানে ভোরে সদরের কুমারপাড়া থেকে রমিজল ও বিল্লাল গ্রেপ্তার হয়। এ সময় ইজিবাইকটি উদ্ধার করা হয়।”

তিনি বলেন, শনিবার সদর থানায় মামলা করার পর রমিজল ও বিল্লালর সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

আসামি বিল্লালের বিরুদ্ধে ঢাকা কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।