তার বিরুদ্ধে সেবা প্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন এবং ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
Published : 10 Aug 2023, 04:13 PM
চুয়াডাঙ্গায় ঘুষ নেওয়ার অভিযোগে এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এএসআই মামুনকে দামুড়হুদা মডেল থানার থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার কথা জানিয়েছেন ওই থানার ওসি আলমগীর কবির।
ওসি আলমগীর কবির বলেন, “সেবা প্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন এবং ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই মামুনের বিরুদ্ধে স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়।”
তিনি আরও বলেন, বিষয়টি পুলিশ সুপারের নজরে আসলে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর বুধবার রাতেই তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।